
সাজ্জাদ আহম্মেদ খোকসা (কুষ্টিয়া)নিজস্ব প্রতিনিধিঃ
খোকসা পৌর বাজার খাবার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর খাবার রাখার কারণে অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা ।
রবিবার দুপুরে খোকসা বাজারের পদ্মা সুইট এন্ড রেস্টুরেন্ট ও ফজলুর খাবার হোটেল গুলোতে অভিযান পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা এবং রাখার কারণে ও যিনি খাবার তৈরি করেন তার মেডিকেল সার্টিফিকেট না থাকার কারণে, প্যাকেটের ওজন অনেক বেশি থাকার কারণ, মূল্য তালিকা না থাকার কারণে পদ্মা সুইট এন্ড রেস্টুরেন্ট কে ৫০০০ হাজার টাকা ও ফজলু খাবার হোটেল কে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এ বিষয়ে কথা বললে পদ্মা সুইট এন্ড রেস্টুরেন্ট ও ফজলু খাবার হোটেলের মালিকগণ বলেন এর আগেও আমাদেরকে জরিমানা করা হয়। কিন্তু খোকসা বাজারে আরো অনেক খাবার হোটেল আছে সবাইকে দেখুক।