
অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান হীরা বলেছেন, মনে রাখতে হবে; আমাদের এখনো যুদ্ধ রয়েছে, যে যুদ্ধ হবে একটি গণতান্ত্রিক সরকারের জন্য। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসার পর বলতে পারবো আমরা মুক্ত হয়েছি এবং আমাদের সামনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে।
মঙ্গলবার বিকেলে নিজ এলাকা ভোলার লালমোহনে আগমণ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামরুজ্জামান হীরা আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে আমাদের ধানের শীষের সম্মান বাড়াতে হবে, ধানের শীষের উন্নয়ন বাড়াতে হবে। ধানের শীষের সম্মান যত বাড়বে নেতাকর্মীদেরও সম্মান তত বাড়বে। কোনোভাবেই ধানের শীষের সম্মান নষ্ট করা যাবে না।
এ সময় লালমোহন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক মো. ইলিয়াছ ফরায়েজী এবং প্রভাষক মো. সালাহ উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।