
এস এম মামুন সিপু। হাটহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি।
আজ রাত ১২.৩০টার সময়, হাটহাজারী উপজেলার ১৩নং দক্ষিণ মার্দাশার ৪নং ওয়ার্ডের শিকদার পাড়ায় ভূমিদস্যুরা ফসলি জমির মাটি কেটে জায়গা ভরাট করছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড যৌথভাবে অভিযান চালিয়ে একটি ট্রাক ও একটি মাটি কাটার স্কেভেটার জব্দ করেন।সংগে ছিল হাটহাজারী মডেল থানা পুলিশ।