বাড়িবাংলাদেশেখুলনা বিভাগগরীব ও দুস্থ মানুষের মাঝে বাগেরহাট এ বি এন পি নেতার ঈদ...

গরীব ও দুস্থ মানুষের মাঝে বাগেরহাট এ বি এন পি নেতার ঈদ উপহার বিতরন।

কচুয়া(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন এ শতাধিক অসহায় গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেন জেলা বি এন পি এর সদ্য সাবেক সভাপতি জনাব এম এ সালাম। এ সময় সংক্ষিপ্ত ভাষনে তিনি বলেন,”ফ্যাসিস্ট হাসিনার হামলা, মামলার কারনে আমি দীর্ঘ দিন আপনাদের মাঝে আসতে পারি নাই, পরবর্তিত পরিস্থিতিতে এখন আমি আপনাদের সাথে আছি এবং আগামীতেও থাকতে চাই। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বি এন পি র আহব্বায়ক হজরা আসাদুজ্জামান পান্না, যুগ্ম আহব্বায়ক খান সহিদুজ্জামান মিল্টন,সদস্য সচিব তৌহিদুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোল্লা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা সহিদুল ইসলাম খোকন (ভেকু খোকন) , ৪ নং ওয়ার্ড বি এন পি এর সভাপতি সাইয়্যেদুল বাশার (খোকন), ৫ নং ওয়ার্ড বি এন পি এর সভাপতি শিকদার মাহফুজুর রহমান। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ (চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী)।  যুবনেতা মিঠুন শিকদার, মামুন শেখ, , হাসিব,শাওন ছাত্রদল নেতা পিয়াল শিকদার,রাজিব শিকদার রাকিব, সিহাব, প্রমুখ।
দীর্ঘ দিন পর জেলা বি এন পির ঘাটি খ্যাত গোপালপুর ইউনিয়নের নেতা কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছাস পরিলক্ষিত হয়েছে।
সাধারণ মানুষ ও তাদের গন মানুষের নেতাদের পাশে পেয়ে ব্যাপক খুশি,  এ সময়ে তাহারা বলেন এবার ঈদ তাদের জন্য আরো বেশী আনন্দের এবং খুশির হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments