প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ২:৫৬ পি.এম
গরু মোটাতাজাকরণে স্টেরয়েড ও পোল্ট্রি ফিড ব্যবহার নিষিদ্ধ: কসবা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সচেতনতামূলক নির্দেশনা প্রদান।

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি, মোঃ আশরাফ উজ্জ্বল।
কসবা, ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে গরু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ড্রাগ ও পোল্ট্রি ফিড ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিমূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদের নির্দেশনা অনুযায়ী, এলাকার সকল মেডিসিন ব্যবসায়ীদের মধ্যে জনস্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের নির্দেশনার আলোকে এই কার্যক্রম পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ পশু পালনকে উৎসাহিত করা। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলাম, যিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং গণমাধ্যমের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারণার আশ্বাস দেন।
প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে জানানো হয়, যারা বেআইনিভাবে স্টেরয়েড ও ক্ষতিকর উপাদান ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত