শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে মৎস্যজীবী জেলেদের মাঝে সরকারের বরাদ্দ কৃত মৎস্য চাল বিতরণ করা হয়। এসময় গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১০৪৯ জন জেলের মাঝ থেকে তালিকা করে ৫৯৫ জন জেলেদেরকে ৩০ কেজি হারে মোট ১৭ টন ৮৫০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। সোমবার বেলা ১১ টায় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি অফিস সহকারী মোঃ আবুল বশার, ট্যাগ অফিসার নরোত্তম বিশ্বাস ও ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির এবং ইউপি প্রসাশনিক কর্মকর্তা বিপ্লব রায় এর উপস্থিতিতে সুন্দর পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে চাল বিতরণ করেন। এসময় আরো উপস্থিত থাকেন স্থানীয় নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সকল মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বাররা উপস্থিত থাকেন।