বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ৩য় পর্যায়ে...

গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে ৩য় পর্যায়ে বকনা বাছুর বিতরণ ।

শিশির হাওলাদার,গলাচিপা,(পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবী পরিবার,প্রশাসনের কর্মকর্তা,গণমাধ্যম কর্মীদের উপস্থিতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবীর সভাপতিত্বে মত বিনিময় সভায়, প্রধান অতিথি ছিলেন উপজেলার সুযোগ্য ও সুদক্ষ এবং শিক্ষানুরাগী নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সজল দাস, ওসি(তদন্ত) মোঃ মোকাম্মেল হক, ও প্রেসক্লাব সভাপতি মু. খালেদ হোসেন মিল্টন। উল্লেখ্য যে ২০২৩-২৪ অর্থবছরের মোট ১০৬ টি বকনা বাছুর বিতরণ করা হবে। তারই ধারাবাহিকতায় ৩য় পর্যায়ে ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায়, প্রান্তিক ও ক্ষুদ্র অসহায় জেলেদের মাঝে বকনা বাছুর(গরু) প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি বলেন ক্ষুদ্র ও প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক অগ্রগতির জন্য বর্তমান সরকার সবসময় নানাবিধ সহায়তা দিয়ে যাচ্ছে।

এছাড়া বকনা বাছুর প্রাপ্তরা সরকারের এই সহায়তা পেয়ে খুশি হয়েছে এবং উপজেলা মৎস্য অফিসারকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments