বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় কেন্দ্রীয় কালী মন্দিরে ৫৬ প্রহর তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্ত্তন আরম্ভ।

গলাচিপায় কেন্দ্রীয় কালী মন্দিরে ৫৬ প্রহর তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্ত্তন আরম্ভ।

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী রাধা কৃষ্ণের অমৃত বিশ্ব শান্তির মহামন্ত্র “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে”

এই সাধনায় প্রতি বছরের ন্যায় গলাচিপা উপজেলার বৃহত্তর কেন্দ্রীয় কালী মন্দিরে গত ৪ঠা মে অরুনোদয় হতে ১০ মে ২০২৪ নিশি ভোর পর্যন্ত ৫৬ প্রহার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন শুরু হয়েছে।

গত ৩রা মে রাত ১২টা ১ মিনিটে মঙ্গল ঘট স্থাপন ও মহানাম যজ্ঞের শুভ অধিবাস দিয়ে ধর্মীয় সুর সাধনা হরিনাম যজ্ঞ অনুষ্ঠের শুভ সূচনা করা হয়। প্রতিদিন শত শত সনাতন ধর্মলম্বী নারী পুরুষ মন্দির আঙ্গিনায় উপস্থিত হয়ে পূর্ণতা লাভ করে। কালী মন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক ও সাধারণ সম্পাদক তাপস দত্ত, জানায় যে দূর-দূরান্ত থেকে ভক্ত বিন্দু নারী-পুরুষ আসে তাদের জন্য ভোগরাগ মহাপ্রভুর প্রসাদ খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাপ্রভুর হরিনাম কীর্তন পরিবেশনায় দেশের বিভিন্ন জেলা থেকে যথাক্রমে কৃষ্ণ মুরারি, ব্রজের কানাই, জয়গুরু মহাপ্রভু, ভবতারণ, মীরার প্রভুজি, কুঞ্জ বিহারী, গোবিন্দ মহারাজ, বীণাপাণি ও পার্থসারথি সম্প্রদায় নানা বাদ্যযন্ত্র সুরের মূর্ছনায় ভক্তদের গভীর মনোযোগে এক মহামিলনের আবির্ভাব ঘটে।

হরিনাম কীর্তনে উপজেলা প্রশাসন, পুলিশবাহিনী ও স্বেচ্ছাসেবক সংগঠন সার্বিক নিরাপত্তা সার্বক্ষনিক প্রদান করে যাচ্ছে। জাতীয় সংসদ সদস্য ১১৩ পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনের জনপ্রিয় নেতা এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন, পৌর মেয়র আহসানাল তুহিন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ মন্দির কমিটিকে শুভেচ্ছা জানায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments