
শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
সবেমিলে করি কাজ হারি জিতি নাহি লাজ সেই প্রবাদটিকে প্রানে ধারণ করে পটুয়াখালীর গলাচিপায় চরকাজল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরশিবা এলাকার মঞ্জু মুন্সির নেতৃত্বে স্থানীয় যুবসমাজের নিজ অর্থায়নে ও উদ্যোগে একটি সমাজসেবামূলক কাজ করছেন।
সরেজমিনে গিয়ে দেখাযায় চরকাজল ইউনিয়ন, চরবোরহান ইউনিয়ন, ও ভোলা জেলার মুজিবনগর ইউনিয়নের জনগনের সুবিধার্থে নদীর উপরে একটি কাঠের ব্রীজ তৈরি করছেন। জয়নগর বাজার এলাকার মঞ্জু মুন্সির নেতৃত্বে স্থানীয় যুবসমাজ। তারা বহুদিন যাবত এই তিন ইউনিয়নের জনগনের কথা চিন্তা করেই এই মহতি কাজের উদ্যোগ নেয়। ইতি মধ্যে কাঠের ব্রীজটির তিনের দুই অংশের কাজ প্রায় শেষ। ব্রীজটি ৩’শ ফিট লাম্বা সবটাই কাঠের তৈরি হবে। বর্তমানে ব্রীজটি দৃশ্যমান। ব্রীজটির কথা শুনে দেখতে আসেন স্থানীয় চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, ইউপি সদস্য রিকোস হাওলাদার,সমাজ সেবক মোঃ আনিসুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। মঞ্জু মুন্সি বলেন বহুদিন ধরে এই এলাকার জনগনের কথা মাতায় রেখে এলাকার সকলের সাথে কতা বলে, এবং গলাচিপা ও দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি মহোদয় সাথে কথা বলে এই সেবামূলক কাজে অগ্রসর হই। এর পাশাপাশি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল স্যার এর সাথেও কথা বললে সেও এই কাজে সহযোগিতা করবেন বলো আস্থা প্রকাশ করেন। তিনি আরো বলেন এই মহতি কাজের জন্য এলাকায় জনগন তাদের সাধুবাদ জানায় এবং পাশের ইউনিয়ন মুজিবনগর থাকায়, এই চরকাজল ইউনিয়ন তিন ভাগে বিভক্ত করা হলে, চরশিবা ইউনিয়ন নাম দিয়ে জয়নগর ইউনিয়ন করার ও ব্রীজটির নাম জয়নগর কাঠের ব্রীজ করার আহ্বান জানান সকলের কাছে।