শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাব পুষ্টি গুনে" এই প্রতিপাদ্যের আলোকে, পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে,
বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি ,সরকারি কর্মকর্তা ও মেডিকেল অফিসারদের সমন্বয়ে পুষ্টি সপ্তাহ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৯-১৫মে/২৪ তারিখ পর্যন্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এতিমখানা, শিশু সনদ প্রতিষ্ঠানে, শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে ধারণা প্রদান সহ শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি বিশিষ্ট সাংবাদিক মু.খালিদ হোসেন মিল্টন, আঁটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়,
বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,পরে জাতীয় তামাক নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, ত্রৈ-মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।