গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বহুল আলোচিত গলাচিপা উপজেলা বিএনপির লেডি নেত্রী ও পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়ন(ভূমি) কর্মকর্তা (তহসিলদার) মোঃ জাকির হোসেন এর স্ত্রী মোসাঃ রানু আক্তার (রেনু)কে চেক জালিয়াতি মামলায় গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ২১৪৩/২৩ সি,আর মামলার, এনআইএ্যাক্টের ১৩৮ ধারায় চেক জালিয়াতি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি বিএনপির লেডি নেত্রী মোসাঃ রানু আক্তার (রেনু)কে চর বিশ্বাস এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অনেকেই বলেন তিনি চর বিশ্বাস এলাকার নামকরা ভূমিদস্যু তিনি পরেননা এমন কোন কাজ নেই যে সে পারেনা। এসময় অভিযান পরিচালনা করেন জেলা পুলিশ সুপার এর নির্দেশে গলাচিপা থানা অফিসার ইনচার্জ এর চৌকস ফোর্স এসআই মোঃ মাহাতাব হোসেন চৌধুরী ও সঙ্গীও নারী পুলিশ ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
এই রানু আক্তার (রেনু) এর বিরুদ্ধে একাধিক চেক জালিয়াতির মামলা রয়েছে। ২০২১ সালে ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনেও একাধিক জি আর মামলায় রয়েছে। তাতেও তিনি ওয়ারেন্টভূক্ত আসামী হয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন।
এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান বলেন, আমারা আসামীকে গ্রেফতার করেছি। এবং তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আদালতে সোফর্দ করা হবে এবং আইন তার বিচার করবেন।