শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
"প্রানী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন,উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস কর্মকর্তা জহিরুন্নবী,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী,সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গন। সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস। এসময় মেলায় ৪০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।
মেলায় সংকর জাতের গাভি,ষাড়, গরু,দেশি গাভি, ছাগল,ভেড়া,বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগী,কবুতর ও বিভিন্ন প্রযুক্তির ঘাষ চাষ, এবং গবাদি পশুর খাদ্য স্টলে প্রদর্শণ করা হয়।পরিদর্শন শেষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন বর্তমান সরকার খামারীদের বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রনোদনা দিয়ে আসছে,যাতে করে বাংলাদেশের জনগনের আমিষ খাবার পূরণ করা হয়।
এছাড়াও বাহিরের দেশেও রপ্তানি করতে পারবে বলে আশা ব্যক্ত করেন। করোনা কালিন সময়েও বাংলাদেশ সরকার সকলের জন্য কাজ করে গেছেন।
তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিনত হয়েছে এবং বিশ্বের বুকে খাদ্য উৎপাদনে ৫ম স্থানে আছেন। তাই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই বারবার দরকার।