
শিশির হাওলাদার গলাচিপা(পটুয়াখালী)
গলাচিপায় ২৬ শে মার্চ জাতীয় মহান স্বাধীনতা দিবসে ৩১ বার তোপধ্বনি দেয় সূর্যোদয়ের প্রথম লগ্নে। এসময় ১১৩ পটুয়াখালী (৩) আসনের গলাচিপা দশমিনার গণ মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য, এসএম শাহজাদা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা প্রদর্শন।
পরে সকাল ৮টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মু.সাহিন শাহ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকেন অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান (পি পি এম),তিনি আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করেন।
পরে মার্চ পাস্ট, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম ধলা। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। এছাড়াও আরো উপস্থিত থাকেন সহকারি কমিশনার (ভূমি) মো: নাসিম রেজা, পৌর মেয়র আহসানুল হক তুহিন,মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা,সুধী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ,শতশত দেশ প্রেমিক নাগরিক, সুধি মহিলা,প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন,গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মু.সাহিন শাহ বলেন মুক্তিযুদ্ধের চেতনায় মহান স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক স্মার্ট বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করার জন্য সকলকে স্বাধীনতার চেতনায় দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল বলেন আগামী নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান।এছাড়া উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন।