
শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা শিল্পকলা একাডেমি ও উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪৩১ বাংলা সনের বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতির অনুষ্ঠানের শেষ দিনে বৈশাখী মেলায় বিশেষ আয়োজন র্যাফেল ড্র। এসময় র্যাফেল ড্রর প্রথম পুরস্কার বিজয়ী হলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু। প্রথম পুরস্কার বিজয়ীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষে পুরস্কার তুলে দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মঈনুদ্দিন। এসময় আরো উপস্থিত থাকেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। উল্লেখ যে এবছর ১৪৩১ বাংলা বৈশাখী মেলায় র্যাফেল ড্রতে ১শতটি পুরস্কার থাকে। এর মধ্যে প্রথম পুরস্কার হলো টিভিএস কোম্পানির নতুন মডেলের একটি মোটরসাইকেল গাড়ি। এছাড়াও ফ্রিজ, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল ফোন সহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার থাকে র্যাফেল ড্রতে।