পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম রতনদী ৩নং ওয়ার্ডের উত্তর চরখালীর মালবাড়ির সামনের রাস্তায় কে বা কারা রাতের আধারে মৃত যাদব মাল এর ছেলে বিকাশ মালের ফার্নিচারের দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটে । রাতে প্রকৃতির ডাকে সারাদিলে বাহিরে বের হয়ে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আগুন নিভাতে সক্ষম হয়। এতে করে বিকাশ মালে দোকানের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। তবে তাদের দাবী এই দোকানে পূর্ব শত্রুতার জেরেই আগুন লাগানো হতে পারে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু মাধ্যমে প্রশাসন ও থানাকে অবহিত করেন এবং সরকারের কাছে আর্থিক সহায়তা পাওয়ার জন্য অনুরোধ জানান।