প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৫, ৮:১৪ পি.এম
গলাচিপার বাহাদুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষায় ৪০ তম।

মো. হুমায়ুন কবির ,গলাচিপা(পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ চরখালী গ্রামের মো. বাহাদুর মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের মধ্যে ৪০তম স্থান অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে।
বাহাদুর মিয়া গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি গলাচিপার উত্তর চরখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং নারায়ণগঞ্জের তোলারাম সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তাঁর বাবা মো. জাকির মাতুব্বর এক গর্বিত অভিভাবক হিসেবে ছেলের এই অর্জনে অত্যন্ত খুশি।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বাহাদুর মিয়া পড়াশোনায় মেধাবী ছিলেন। তাঁর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ সে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
বাহাদুর মিয়ার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত