বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগলাচিপায় আভাস কতৃক প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা

গলাচিপায় আভাস কতৃক প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা

শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপায় আভাস কতৃক প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু এর সভাপতিত্বে এসময় উপস্থিত থাকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থাকেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ করান আভাস গলাচিপা উপজেলার RMNCAH – Specialist আয়শা সিদ্দিকা । এছাড়াও আরো উপস্থিত থাকেন আভাস এর সদর ইউনিয়ন সুপারভাইজার তানিয়া বেগম। ইউনিয়ন ফ্যাসিলিটেটর তুলি বেগম, ও সুমি। হেলথ ভলান্টিয়ার খাদিজা আক্তার, নাসরিন আক্তার, ডালিয়া আক্তার সহ সদর ইউনিয়ন থেকে আগত সিপিপি সদস্য,ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ,স্থানীয় সুধী বৃন্দ ও আভাসের অন্তর্ভুক্ত সদস্যরা। এসময় প্রশিক্ষণ কর্মশালায় প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা, ঝুকিপূর্ণ এলাকা নির্বাচন করা, চিকিৎসকদের মোবাইল টিম থাকা,নারী, শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ করা।  দূর্যোগ চলাকলীন সময় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঝুঁকি থাকায় তাদেরকে সাইক্লোন সেল্টার নিয়ে আসা, এর পাশাপাশি শিশু, বৃদ্ধ, সহ গৃহপালিত পশুদেরকে ঝুঁকিমুক্ত এলাকায় নিয়ে আসার জন্য সকলকে টিম করে কাজ করা সহ বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় দূর্যোগকালীন সময়ে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় তাত্ক্ষণিক ভাবে একটা স্বাস্থ্য ব্যাবস্থাপনা কমিটি করা হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments