প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:২৪ এ.এম
গলাচিপায় ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন, মাথাগোঁজার ঠাঁই টুকু বিত্তবানের দখলে

শিশির হাওলাদার,গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডটি একটি বিছিন্ন দ্বীপ চরবাংলা। ১৯৯৪ সাল থেকে বসবাসরত ৩৬৫ অসহায় পরিবারের সরকার বাহাদুরের কাছে দাবি করেন বসত ভিটের জমিগুলো বন্দোবস্তের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে দেয়ার। সরেজমিনে গিয়ে ঘুরে দেখা ও জানা যায়, পটুয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল গলাচিপা উপজেলার বিভিন্ন চরে ভূমিহীন অসহায় পরিবারগুলো বহুবছর যাবত বসবাস করে আসছে। চরবিশ্বাস ইউনিয়নের একটি বিছিন্ন দ্বীপ চরবাংলা এখানে বহুবছর আগে ভূমিহীনরা এসে কাটাবন,জঙ্গল পরিস্কার করে মাথা গোঁজার ঠাঁই নেয়ার জাগয়া গুলো তৈরি করেন। একদিকে চরবাংলার অনেক জায়গা নিয়ে নেয় সরকারের কাছ থেকে বনবিভাগ। অন্য দিকে গলাচিপা উপজেলার কিছু প্রভাবশালী লোক জমির লোভে পরে ভূমিহীন সেজে বিভিন্ন নামে বেনামে ভূমিহীনদের দখলে থাকা জমিগুলোর উপরে ভূমি অফিসকে ম্যানেজ করে বন্দোবস্ত নেয়। এছাড়াও ভূমি অফিস একই জমিতে এক-এক সময় এক-এক জনকে জমি বন্দোবস্ত দেয়। জমি দখল নিয়ে বহু বছর যাবত চলে ভূমিহীন ও বিত্তশালীদের মাঝে হামলা মামলা, অনেক সময় এনিয়ে হত্যার মতো জঘন্যতম ঘটনা ঘটে। অসহায় ভূমিহীন পরিবারগুলো ঝড় ঝাপটা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, টনেডোর মত বড় বড় বিপদকে মোকাবেলা করে প্রতিনিহত হাড়ভাঙা খাটুনি খেটে জীবনযাপন করছে। ভূমিহীনরা আরো বলেন বিত্তশালীরা ভূমি বন্দোবস্ত নিয়ে একদিনের জন্যও এই চরে আসেনায় তারা বিভিন্ন সময় জমিগুলো জরিপ করে তাদের নামে নিয়ে গেছে। আমরা এই চরে বহুবছর আছি তারা তো কখনো এখানে আসেনি, তা হলে তারা কেন অসহায় মানুষের মাথাগোঁজার জায়গাটুকু কেড়েনিতে চায় এবং খেটে খাওয়া অসহায় পরিবারদের পেটে লাথি মারতে চায় ? তাদের কি আল্লাহ তায়ালার ভয় করেনা। তারা দাবি করেন সরকার বাহাদুরের কাছে বিত্তশালীদের নামে যে জমিগুলো বন্দোবস্ত দেয়া হয়েছে তা বাতিল করে ভূমিহীনদের মাঝে ফিরিয়ে দিতে।
গত ২৯ ডিসেম্বর রবিবার উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আবদুর রব এর নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশ গ্রহণে ঘন্টা ব্যাপি এক মানববন্ধন করেন ভূমিহীনরা। পরে গলাচিপা উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা। সেখানে তারা উল্লেখ করেন প্রভাবশালী, বিত্তবান কিছু ভূমি দস্যু টাকার বিনিময়ে নতুন ম্যাপ তৈরি করে তাদের নামে জমি বন্দোবস্তের মাধ্যমে রেকর্ডভূক্ত করে। এতে করে দীর্ঘদিন ধরে বসবাসরত অসহায় ৩৬৫ পরিবারকে উচ্ছেদের পায়তারা করছে বিত্তশালীরা। তাই সরকারি দপ্তরের কতৃপক্ষকে সরেজমিনে তদন্ত করে বিষয়টি আমলে নিয়ে তাদের বন্দোবস্ত বাতিল করে তাদের অসহায় পরিবারগুলোর নামে বন্দোবস্ত দেয়া হয়। তাদের এ দাবি না মানা হলে কাফনের কাপড় পড়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনশন ধর্মঘটের মাধ্যমে জীবন বিসর্জন দিবেন বলেও জানান।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত