
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান, থেকে সকল সরকারি, বেসরকারি দপ্তরের প্রধানরা। পরে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলে মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে সূচমা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্বাগত বক্তব্য পাঠ করেন। এসময় উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ নাছিম রেজা,সহকারী পুলিশ সুপার সায়দুজামান,থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান,কৃষি অফিসার আরজু আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সত্তার হাওলাদার,জাময়েত ইসলামের আমির মোঃ জাকির হোসেন,গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান,সহ আরো অনেকে।