প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:২৯ পি.এম
গলাচিপায় যুবদলের উদ্যোগে ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

শিশির হাওলাদার,গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে রাষ্ট্র কাঠামো মেরামত করার লক্ষ্যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গলাচিপা পৌর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
২২ নভেম্বর রোজ শুক্রবার দিনব্যাপী গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় লিফলেট বিতরণে আরো উপস্থিত থাকেন ইউনিয়ন যুবদলের রুবেল হাওলাদার, জহিরুল ইসলাম, সুকুমার মালাকার, দেলোয়ার হোসেন, মাসুদ কাজী, রাইসুল ইসলাম, ইউছুফ কাজী, রিয়াজ হাওলাদার, জামাল শরিফ সহ যুবদল, ছাত্রদল,কৃষকদল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় লিফলেট বিতরণ শেষে পৌর যুবদলের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন কেন্দ্রীয় যুবদলের কার্যক্রমের অংশ হিসেবে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে আমরা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এসব লিফলেট বিতরণ করছি। বিএনপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নির্দেশনায় আমরা এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং যাবো। এছাড়াও আমরা আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এধরনের কার্যক্রম চলমান থাকবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত