প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১:১৫ পি.এম
গলাচিপায় রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী পুরুষের লাশ উদ্ধার

শিশির হাওলাদার গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরহরিদেবপুর বাবুর্চি বাড়ি এলাকার রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ। ৪ঠা ফেব্রুয়ারী সকাল ১০.৩০ মিনিটের সময় স্থানীয় জনগন নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য দুলালকে জানায় সে গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে তৎক্ষনাৎ থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমন লাশ উদ্ধার করেন। লাশের বাড়ি কোথায় তা এখনো যানাযায়নি, তার বাড়ি কোথায় তা জানার জন্য থানা পুলিশ বিভিন্ন যায়গায় ছবি সহ ঘটনাটি জানান। তবে লাশের গায়ের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এবিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন যে সংবাদ পেয়ে ঘটনা স্থলে তিনি সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এছাড়াও তিনি আরো বলেন তারা সহ সিআইডির চৌকস টিমকে খবর দেয়া হয়েছে তারাও তদন্ত করবেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত