বাড়িবাংলাদেশেখুলনা বিভাগগাংনীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গাংনীতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোস্তাফিজুর রহমান , গাংনী(মেহেরপুর)প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের উদ্যোগে এবং কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ১০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকালে গাংনী উপজেলার সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা শান্ত, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান গালিব, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নাছিম হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ইউনিটের দলনেতা নাঈম ইসলাম, উপ-দলনেতা পারভেজ মাহমুদ আলিফসহ ইউনিটের অন্যান্য সদস্যরা।
কম্বল বিতরণ কার্যক্রমের সময় অতিথিরা বলেন, মানবসেবার এ কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে। তারা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments