ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কলা ব্যবসায়ী বাড়ী ফেরার পথে ডাকত দলের কবলে পড়ে নিহত-১ ও আহত-২ ।
ঘটনাটি ৩০মার্চ (শনিবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর-ফুলপুকুরিয়া রাস্তায় জীবনপুর নামক স্থানে ঘটেছে।
৩ কলা ব্যবসায়ীর মধ্যে নিহত হন লেবু মিয়া (৪৫) একজন। লেবু মিয়া গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তার গলায় কাটার জখম রয়েছে,ধরনা করা হচ্ছে তার গলায় ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর দুজন ঐ একই গ্রামের দক্ষিণপাড়ার মোঃ নুরের ছেলে শাহ আলম (৪৫) ও শহিদুল ইসলাম। ডাকাত দল আক্রমণ করলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়া শহিদুল। কিন্তু শাহ আলম হামলার শিকার হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, তারা ৩ জনই কলা ব্যবসায়ী। রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় ৫-৭ জনের একটি ডাকাত দলের কবলে পড়ে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের টহল পুলিশের দল।