বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাগাইবান্ধা জেলা সাঘাটার  বিএনপি ও জামায়াত সংঘর্ষে  আহত ২০ 

গাইবান্ধা জেলা সাঘাটার  বিএনপি ও জামায়াত সংঘর্ষে  আহত ২০ 

সাঘাটা( গাইবান্ধা)নিজস্ব প্রতিনিধি 
সাঘাটা উপজেলার সাঘাটা সরদার পাড়া গ্রামে ইসলামী সভায় বিএনপির নেতার নাম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে  উভয় পক্ষের প্রায়  ২০ জন আহত । জানা যায় সাঘাটার সরদার পাড়া গ্রামে ইসলামি সভা আগামী ২৬ ডিসেম্বর রাতে সরর্দার পাড়ার এতিম খানার উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল হওয়ার কথা। সেখানে বিএনপির কোন নেতার নাম না দেওয়ার জন্য  নিষেধ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, তার কথা অমান্য করে বিএনপির নেতার নাম দেওয়ায় গত ২০ ডিসেম্বর রাতে সরর্দার পাড়ার সমিল নামক স্থানে সরর্দার পাড়া গ্রামের বিএনপির সমর্থক ও এতিম খানার পক্ষের আঃ আজিজের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই ঘটনায় জের ধরে ২১ ডিসেম্বর সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতা কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে পরে বিএনপির নেতা কর্মীরাও মিছিল বের করে। সাঘাটার পল্টন মোড় নামক স্থানে উভয় পক্ষের মিছিল মুখোমুখি হলে সেখানে সংঘর্ষে হয় এতে সাঘাটা উপজেলার বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সেচ্ছাসেবীদলের উপজেলা যুগ্ম আহবায়ক  আঃ রাজ্জাক, জাকিরুল ইসলাম,ঘুড়িদহ ইউপি সদস্য সচিব  আনিছুর রহমান, জাসাস আহবায়ক সাঘাটা উপজেলা শাখা আমিনুর ইসলাম বুলবুল, বাবু মিয়া,ইউপি বিএনপির যুগ্ম আহবায়ক  সিরাজুল ইসলাম,  ঘুড়িদহ ইউপির যুবদলের যুগ্ম আহবায়ক  আহসান হাবিব পিন্টু, ছইদার রহমান  আহত হয় । জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সাবেক বিডিআর সদস্য আলমগীর হোসেন, জাহিদুল,শফিকুল ইসলাম, সাজু মিয়া , রুহুলসহ আরও অনেকেই আহত হয় পরে পুলিশ উদ্ধার করে আহতদের আত্মীয়-স্বজনের হাতে তুলে দেয় । এ ঘটনায় গাইবান্ধা থেকে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments