ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি কলেজ রেড ক্রিসেন্ট যুব ইউনিটের উদ্যোগে কলেজ ক্যাম্পাস পরিষ্কার- পরিচ্ছনতার কাজে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষার্থীরা।
৬ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় এ কার্যক্রম আরম্ভ হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সহকারী অধ্যাপক মোঃ সামিউল ইসলাম, দলনেতা মোঃ মাসুদ রানা মন্ডল, সহকারী দল নেতাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় অধ্যক্ষ নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং কলেজের সকল শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
সেই সাথে তিনি, গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষার্থীদের মাঝে রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট সম্পর্কে মৌলিক ধারণা দেয়া হয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান করেন।