বাড়িবাংলাদেশেরংপুর বিভাগগাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বদরগঞ্জে তাওহীদ জনতার বিক্ষোভ সমাবেশ

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বদরগঞ্জে তাওহীদ জনতার বিক্ষোভ সমাবেশ

মোঃ ইনামুল হক, বদরগঞ্জ(রংপুর) শিক্ষানবিশ প্রতিনিধিঃ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলা এবং ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর দেশটির আধিপত্যবাদী সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রংপুরের বদরগঞ্জ এর  তাওহিদি জনতা। 

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বদরগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা রাস্তায় নেমে আসেন। পরে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার সামনে বিক্ষোভ সমাবেশ করেন। 

এ সময় তাদের হাতে ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলিবিরোধী স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, মুসলিম উম্মাহর একতার অভাবে আজ দেশে দেশে নিপীড়নের শিকার সাধারণ মুসলমানেরা। এসময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

এর আগে এলাকার প্রতিটি মসজিদের ইমাম মুসল্লিদের কাছে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কড়া পদক্ষেপ নেয়ার কথা বলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments