বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাগাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত 

মো. হুমায়ুন কবির , গলাচিপা(পটুয়াখালী) নিজস্ব প্রতিনিধি 
পটুয়াখালীর গলাচিপায় ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ন ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গলাচিপার সর্বস্তরের জনগণ। 
৭ এপ্রির সোমবার বিকাল ৪টায়  ইমাম পরিষদের আয়োজনে পৌর মঞ্চ সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মসজিদ ( মডেল মসজিদ) সম্মুখে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন, গলাচিপা উপজেলা ইমাম পরিষদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১নং ওয়ার্ড ফেরীঘাট জামে মসজিদের মুসুল্লিসহ সর্বস্তরের জনসাধারণ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি অমান্য করে গাজায় যুদ্ধবাজ মার্কিনের মদদপুষ্ট ইসরাইলী বাহিনীর ন্যাক্কারজনক হামলা ও বর্বরোচিত গণহত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অবিলম্বে গণত্যাকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবি জানানো হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments