প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৭:২৩ পি.এম
গাজায় গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১ টায় সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বক্তারা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান।নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন মানবতাবিরোধী অপরাধ। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে।গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা।শিশু নারী বৃদ্ধদেরও নির্মমভাবে হত্যা করছে অবৈধ ইসরায়েল সেনারা।বিশ্ব সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশু হত্যা একটি নিকৃষ্ট মানবতা লঙ্ঘন।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবাধিকারের পক্ষে এবং দুঃসময়ে নিপীড়িত মানুষের পাশে রয়েছে।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন,ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাএবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, কলেজ শাখা ছাএদলের সভাপতি রোকনুজ্জামান রোকন,সিঃ সভাপতি সাগর মিয়া,সাঃ সম্পাদক সাজিদ ফয়সাল রাদ,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,কিশোরগঞ্জ ইউনিয়ন ছাএদলের সভাপতি স্বপন মিয়া,সাঃ সম্পাদক সম্রাট, মাগুড়া ইউনিয়ন সভাপতি লেমন বসুনিয়া,রিয়াদ প্রমুখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত