বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ডেকর ওয়েট প্রসেসিং নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন।
তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, বৃহস্পতিবার গাজীপুরের মির্জাপুর, রাজেন্দ্রপুর এলাকার বাংলাবাজার রোড এবং গাজীপুর মহানগরীর সালনা এলাকায় তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ২০০ ফুট দৈর্ঘ্যের পাইপলাইন অপসারণ করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সালনা এলাকার ডেকর ওয়েট প্রসেসিং নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান  করেন।
অভিযানের সময় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক  প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারি ব্যবস্থাপক আল আমিন, সহকারী কর্মকর্তা সোহেল রানাসহ তিতাস গ্যাস অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments