বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাগাজীপুরে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

গাজীপুরে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নাজমুল হক,কালিয়াকৈর(গাজীপুর)নিজস্ব প্রতিনিধ  
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লৌহাকৈর পূর্বপাড়া এলাকায় অবৈধভাবে ভুমি দখল করার চেষ্টা ও হামলাকারী গনের মিথ্যা সংবাদ  সম্মেলনে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার,হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভ্ক্তুবোগী পরিবার ও  এলাকাবাসীরা । মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মামলার বাদী আকলিমা বেগম,শরিফা আক্তার,আব্দুর রাজ্জাক মিয়া,আয়শা আক্তার,আল আমিন হোসেন প্রমুখ । এসময় বক্তারা বলেন গত ১৪ ই র্মাচ দুপুরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের নেতৃত্বে ২০ থেকে পচিশ জন্য ব্যক্তি পৈত্রিক ৮ শতাংশ ভুগ দখলকৃত জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করেন। জমিটি রেজাউলের মামতো বোনের নামে তার মামাতো বোনেরা ঘটনার দিন জমির সিমানা প্রাচির মেরামতের সময় তারা বাধা প্রদান করলে । এসময় রেজাউলের সাঙ্গ-পাঙ্গরা তাদের  উপর হামলা চালায় । এসময় শিশু নারীসহ ৭জন আহত হয় । ঘটানার দিন বিকালে আকলিমা বেগম বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা করেন । কিন্তু এ ঘটনার দুইদিন পর হামলাকারীরা একটি সংবাদ সম্মেলন করেন যা ভিত্তিহিন ও মিথ্যা বনোয়াট  । এ ঘটনার পর কেও গ্রেফতার না হওয়ায় খুব প্রকাশ করেন ভুক্তভুগি পরিবার । বক্তারা আরো জানান অতিলম্বে ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান  ।
উল্লেখ্য গত ১৪ মার্চ শুক্রবার দুপুরে আকলিমা ও তার বোনেরা মায়ের ওয়ারিসকৃত ৮ শতাংশ জমি যা প্রায় ত্রিশ বছর ধরে ভোগদখল করে আসছেন । ঐদিন জমির সিমানা প্রাচির একাংশ ভেঙ্গে যাওয়ায় পুনরায় মেরামত করতে গেলে রেজাউল করিম ও তার সাঙ্গ-পাঙ্গরা কাজে বাধা প্রদান করেন এসময় রেজাউলরা তাদের উপ হামলা চালায় এ সময়  আকলিমা ও তার বোনসহ ৭জন আহত হন ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments