হাবিবুর রহমান, গাজীপুর সদর(গাজীপুর)শিক্ষানবিস প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শিরিরচালা এলাকায় বাঘের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়নের আমির ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার আমির জাহাঙ্গীর আলম।
মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলার সাবেক আমির মাওলানা মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মাওলানা দিদারুল আলম, মাওলানা রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম মাস্টার, সিদ্দিক আকন্দ, আব্দুল আজিজ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।