বাড়িঅন্যান্যগান্ধীর আদলে অসুর, ভারতজুড়ে সমালোচনার ঝড়

গান্ধীর আদলে অসুর, ভারতজুড়ে সমালোচনার ঝড়

গান্ধীর আদলে অসুর তৈরি করায় ভারতজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে ভারতের জাতির পিতা মোহন দাস করমচাঁদ গান্ধীকেই অশুভ শক্তির প্রতীক অসুর বানিয়ে দুর্গা পুজো করার অভিযোগ উঠেছে। দক্ষিণ কলকাতার রুবি পার্ক এলাকার এক পূজামণ্ডপে বানানো হয়েছে এমনই প্রতিমা। পূজার উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভা।

এরই মধ্যে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে অবিলম্বে পূজার অনুমতি বাতিল করে আয়োজকদের গ্রেপ্তার করতে হবে।

রোববার (২ অক্টোবর) ছিল মহাত্মা গান্ধীর জন্মদিন। ঘটনাচক্রে একই দিনে ছিল দুর্গা পুজোর প্রথম দিন সপ্তমীও। সেই দিনেই গান্ধীকে অসম্মান করায় হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। বিজেপি বিরোধীদের অভিযোগ, গান্ধীর হত্যাকারীরা এখন তাঁর আদর্শকেও হত্যা করতে চাইছে।

হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস সমর্থক নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান অহিংসার প্রচারক মহাত্মা গান্ধী। সারা দুনিয়া গান্ধীর অহিংসাবাদী আদর্শ সমর্থন করলেও হিন্দুত্ববাদীরা সব সময়ই তাঁর বিরোধিতা করে এসেছে। এমনকি, বহু বিজেপি সমর্থককে দেখা গিয়েছে নাথুরাম গডসের পুজো করতেও। তবে কলকাতার বুকে এবারই প্রথম গান্ধীকে চরম অসম্মান করা হলো।

জৈন্তাপুর প্রতিদিন ( jaintapurprotidin.com ) অনলাইন পত্রিকার সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, যাদের গায়ে গান্ধীকে হত্যা করার রক্ত লেগে রয়েছে তাদেরই এমন কাজ শোভা পায়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অবিলম্বে পুজো বন্ধ করে উদ্যোক্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বাম দল গুলোর তরফ থেকেও এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে, মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার সময় হয়েছে।

তবে অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য কমিটির কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর পাল্টা দাবি, তাঁরা ইচ্ছা করে এটা করেননি। ঘটনাটি নাকি কাকতালীয়। যাই হোক, পরে দ্রুতই পুলিশের হস্তক্ষেপে বদলে ফেলা হয় মূর্তিটি। তবে নেট দুনিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়েছে।

সুত্র : আজকের পত্রিকা

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments