গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে বাস ও মাইক্রো-বাসের মুখোমুখি সংঘর্ষে চার নারীসহ পাঁচজন নিহত হয়েছে।
আজ ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগলাছিড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার নারীসহ পাচজন নিহত হয়েছে, নিহত চার নারীর বাড়ী মাদারীপুরের কালকিনিতে অপর জনের বাড়ী গোপালগঞ্জে।।
পুলিশ জানিয়েছে - ঢাকা থেকে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে, মাইক্রোবাসটি বেলা ১১ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ছাগল ছেড়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী মারা যায়।। এসময় আহত হয় কমপক্ষে দশ জন।। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।