বাড়িঢাকা বিভাগগোপালগঞ্জ জেলাগোপালগঞ্জে দৈনিক কালবেলা প্রত্রিকার প্রতিষ্ঠাবাষীকি পালিত 

গোপালগঞ্জে দৈনিক কালবেলা প্রত্রিকার প্রতিষ্ঠাবাষীকি পালিত 

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ ইকবাল মিয়া।
গোপালগঞ্জে  দৈনিক কালবেলা প্রত্রিকার ৩ বছর পেরিয়ে ৪ তর্থ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও  কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
আজ শুক্রবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের  হল রুমে  এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি  ও  দৈনিক কালবেলা  গোপালগঞ্জ প্রতিনিধি  মো,জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি  সাহিত্যিক
 ও সিনিয়র সাংবাদিক  রবিন্দ্রনাথ অধিকারী,  বাংলাদেশ প্রতিনিধি, আমিনুল ইসলাম শাহীন, 
জনকণ্ঠ প্রতিনিধি, নিতীশ চন্দ্র বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি, নতুন শেখ, নয়াদিগন্ত প্রতিনিধি,সেলিম রেজা, এটিএন বাংলা, চৌধুরী হাচান মাহমুদ, সময় টিভি প্রতিনিধি,জয়ন্ত শিরালী,  মাই টিভি প্রতিনিধি  আরিফুল হক, মোহনা টিভি প্রতিনিধি মাসুদ পারভেজ, নাগরিক টিভি প্রতিনিধি, 
আশিকুজ্জামান, জন্মভূমি প্রতিনিধি,বুলবুল আলম,
সাংবাদিক কামরুল হাসান, তৃতীয় মাত্রা প্রতিনিধি ও প্রেসক্লাবের মহাসচিব (ভারঃ)শরিফুল ইসলাম,  সাংবাদিক শৈলন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশের খবর পলাশ সিকদার। এসময় বক্তরা
 দৈনিক কালবেলা পত্রিকার সাফল্য ও  দিকনির্দেশনা এবং   বিগতদিনের মত রিপোর্টে
যেন ছাপিয়ে যায় বলে মন্তব্য করেন।  এসময় 
  উপস্থিত ছিলেন, এসএ টিভির  প্রতিনিধি, আজিজুর রহমান টিপু, সাংবাদিক সাজ্জাদ হোসেন, সাংবাদিক বদরুল আলম, দেশ টিভি প্রতিনিধি, জাবেরুল ইসলাম, সাংবাদিক ইকবাল মিয়া, সাংবাদিক মিজু বিশ্বাস,  সাংবাদিক মানিক মিয়া,
  সাংবাদিক বরকত মোল্লা, 
সাংবাদিক তানভীর হোসেন, সাংবাদিক আবিদ হাচান মুছা ছাড়াও  কালবেলা প্রত্রিকার  শুভাকাঙ্ক্ষীরা। 
আনন্দ উল্লাসে একে ওপরকে কেক মুখে তুলে দেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments