প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৫, ৮:৩৯ পি.এম
গোপালপুর বাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ৫০০ কর্মীর উপস্থিতে, জামালপুর জেলার মাদারগঞ্জ থানার, ২নং কড়ইচড়ার ইউনিয়নের গোপালপুর বাজারে বিশাল একটি সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেখ রনি, সভাপতি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২ নং কড়ই চড়া ইউনিয়ন শাখা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন: মুহাম্মদ আলী জিন্নাহ, সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন: গোলাম রাব্বি, H.R.D সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলা শাখা। বিশেষ অথিতি হিসেবে আরও বক্তব্য রাখেন, রমজান আলী, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারগঞ্জ উপজেলা শাখা। সঞ্চালনায় : মাওলানা মমিনুর রহমান।
আরো বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নে শিবিরের নেতৃবৃন্দ।, তারা কুরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন।
তারা বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সৎ ও মেধাবী যে পথে আগামীর বাংলাদেশ সে পথে। দেশকে ভালো রাখতে হলে সৎ পথে চলতে হবে। ছাত্রশিবির সৎ, দক্ষ, ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত