প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৪:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৫, ৯:৩৮ পি.এম
গোমাস্তাপুরে ১১০ জন হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির।

আবু নাইম , বিশেষ প্রতিনিধি গোমাস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে নতুন ১১০ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।
বৃহস্পতিবার ( ২৭ শে মার্চ) সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে প্রসাদপুর কামিল মাদ্রাসায় উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়।
শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রাকিবসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "আল কুরআন দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা নয়, সমাজকে পরিচালিত করতে হবে। আর কোরআনের হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে এলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।"
সংবর্ধিত হাফেজ মাহবুব ইসলাম বলেন, "এখন পর্যন্ত একসঙ্গে এতো হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের"
সভাপতির বক্তব্যে সালাহউদ্দিন সোহাগ হাফেজদের নিয়ে সংবর্ধনার আয়োজন করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, " আগামির বাংলাদেশকে সন্ত্রাস, দূর্নীতি এবং সকল প্রকার অন্যায় থেকে মুক্ত করে ইনসাফপূর্ন ও আদর্শের ভিত্তিতে গড়তে হলে অবশ্যই কুরআন প্রেমীদের সমাজ গড়ার কাজে এগিয়ে আসতে হবে আর কুরআনের হাফেজরা সচেতনভাবে এই পথে এগিয়ে আসলেই আগামির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হিসেবে পরিনিত হবে"।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত