
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মো. শাহাদত (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই কিশোর উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর এলাকার আমির উদ্ধিনের ছেলে।
শনিবার রাতে বাড়ির পাশের গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় গোয়াইনঘাট থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া শেষে নিজ সয়নকক্ষে ঘুমিয়ে পরেন সে। পরে ১২টার পরে যেকোনো সময় ঘর থেকে বাহির হয়ে পরিবারের সবার অগোচরে বাড়িরপাশের গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়।
ভোরে ঘুম থেকে উঠে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, কিশোরের আত্মহত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত সঠিক ভাবে বলা যাবে।