অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গোলয়া চায়ের দোকানে রাতে উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারণা শুরু হয়। সন্ধ্যার পর এলাকার মানুষ জমতে শুরু করে তুষ্টু মোহনের চায়ের দোকানে। শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা। বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা তাদের প্রার্থীর সুনাম করে যায়। সেই সাথে বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় স্হানীয় নেতৃবৃন্দ রাতে আসে গোলয়া চায়ের দোকানে।
বোয়ালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন তার কর্মীদের নিয়ে মো. সেলিম আজাদের মোটরসাইকেল মার্কার নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বোয়ালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন খান তার কর্মী বাহিনী নিয়ে মো. কামাল উদ্দিন সিকদারের আনারস মার্কা নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
যে সব লোকদের কখনও চায়ের দোকানে দেখা যায়নি তারা এখন চায়ের দোকানে ভীড় করছেন। যাদের কোন দিন রাজনীতিতে অংশ গ্রহণ করতে দেখা যায়নি তারা এখন বিভিন্ন প্রার্থীদের পক্ষে মিছিল করেছেন। মানুষের মুখে মুখে ভাসছে অনেক কথা। যার সত্যতা পাওয়া বড় কঠিন। কেউ বলছেন, অনেক মানুষ আছে কিছু টাকা পাওয়া যায় তাই মিছিল ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ কেউ আবার প্রার্থীকে ব্যক্তিগত ভাবে পছন্দ করেন তাই মিছিল ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবার অনেকই বলছেন এমন মানুষ আছেন যারা মিছিল করেন কিন্ত ভোট দেন অন্য জনকে।
কোন কর্মী কোন স্বার্থে মিছিল, মিটিং করছেন তারাই ভালো বলতে পারবেন।
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গ্রামে গ্রুপিং শুরু হয়েছে। একদল করছেন মোটরসাইকেল মার্কার নির্বাচন করছেন । আরেক দল আনারস মার্কার নির্বাচন করছেন
কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বাজার, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সহ উপজেলার সবএ চলছে নির্বাচনী প্রচারনা।
আগামী ২১ মে মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কোন চেয়ারম্যান প্রার্থী বিজয়ের হাসি হাসবেন তা দেখা যাবে।
সাধারণ ভোটারা চায় কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হোক।