
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে পনাইরচক উচ্চ বিদ্যালয়ের নদী ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা ডাম্পিং কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় পনাইরচক উচ্চ বিদ্যালয়ের নদী ভাঙ্গন রোধে চার হাজার জিও ব্যাগ দ্বারা ডাম্পিং কাজের উদ্বোধন করেন। পরে এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। পনাইরচক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল, উপজেলা আওয়ামী সহ-সভাপতি জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখর, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী সভাপতি লুতফুর রহমান লুতি, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মুমিত হীরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, স্কুলের পরিচালনা কমিটির সদস্য এস এম শায়েস্তা, আব্দুল কাদির, এখলাছুর রহমান, ছুনু মিয়া, আওয়ামী লীগ নেতা কয়েছ আহমদ, যুবলীগ নেতা এমাদ উদ্দিন, আফজল হোসেন প্রমুখ।
এর আগে দুপুর ২টায় ভাদেশ্বর নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্সটিটিউট অফ ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার আয়োজনে পেনি এপিলের সহযোগিতায় স্কুলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন নুরুল ইসলাম নাহিদ এমপি।