বাড়িশীর্ষ খবরগোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের গোলাপগঞ্জে ৫২০ ইয়াবাসহ আলম হোসেন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ অক্টোবর) ঢাকাদক্ষিণ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত আলম আহমদ মৃত আতলীব আলীর পুত্র ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাস ও এএসআই প্রনয় নাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকাদক্ষিণ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় আসামীর বসত ঘরে তল্লাশী চালিয়ে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ৫২০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে। এছাড়া এই আসামীর নামে গোলাপগঞ্জ থানায় আরো তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments