সিলেটের গোলাপগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিম কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল এলাকাবাসীর উদ্দ্যােগে গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার এর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল বশর ছদরউল্লাহ চৌধুরী ।
ইউপি সদস্য রাজু আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ রোশন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আবদুল মুতলিব মছন, বিশিষ্ট সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী, শিক্ষক সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চুন্নু, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, সদস্য আবদুল হান্নান, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ ল, খর্দাপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বুরহান উদ্দিন।
এসময় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল বশর ছদরুলাহ চৌধুরী ও সংবর্ধিত অতিথি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর সাফি চৌধুরী এলিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।