
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী বাছাই উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮মে রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক আজমল আলী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-দফতর সম্পাদক মজির উদ্দিন, সদস্য মিছবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, জাকির হোসেন, এডভোকেট মনসুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, আব্দুল বারী, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, রোকন উদ্দিন, মাহমুদ আহমদ চৌধুরী, রফিক আহমদ মাখন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আলী আকবর ফখর, সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম চৌধুরী রিপন, সৈয়দ হাছিন আহমদ মিন্টু, খাইরুল হক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, শিক্ষা সম্পাদক কাজল কান্তি দাস, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, তথ্য ও গবেষনা সম্পাদক ফরহাদ আহমদ, আইন সম্পাদক এডভোকেট নিমার আলী, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুল হানিফ খাঁন, ত্রান সম্পাদক সাহাব উদ্দিন, ধর্ম সম্পাদক আবুল লেইছ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রুমেল সিরাজ, কৃষি সম্পাদক বুরহান উদ্দিন, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, প্রমুখ।
উল্লেখ্য সভায় গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন দশজন প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনকারী দশজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে বলে সভায় জানানো হয়।