বাড়িআইন-আদালতগোয়াইনঘাটে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি নির্মল গ্রেফতার

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি নির্মল গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি নির্মল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি নির্মল উপজেলার তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত নরেশ চন্দ্রের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নির্মল সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন চোরা কারবারের সাথে জড়িত।

উল্লেখ্য গত ২১ সেপ্টেম্বর সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৭৩০ পিস ইয়াবাসহ ৩ যুবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের আবদুল মিয়ার ছেলে মন্তাজ আলী, একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান সেলিম এছাড়াও গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের নছির আলীর ছেলে সুলেমান মিয়া।

ধৃতরা পুলিশকে জানায়, নির্মল চন্দ্রের নিকট থেকে ৭৩০ পিস ইয়াবা তারা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন এ সময় পুলিশ তাদের আটক করে। আরও জানান ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য নির্মলের কাছে থেকে ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রয় করেন।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান বলেন, গত ২১ সেপ্টেম্বর ৭৩০ পিস ইয়াবাসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়। আসামীরা ইয়াবা গুলো নির্মলের কাছ থেকে ক্রয় করেছে বলে পুলিশকে জানায়। তারই আলোকে চার জনের নাম উল্লেখ করে ২২ সেপ্টেম্বর মাদকদ্রব্য আইনে গোয়াইনঘাট থানায় একটি মামলা রুজু করা হয়। যাহার নং ২৯।

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) দেড়টার দিকে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নির্মল চন্দ্রকে নিজবাড়ী হতে গ্রেফতার করেন। পরে তাকে কোর্টে প্রেরন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments