বাড়িএক্সক্লুসিভ নিউজগোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

গোয়াইনঘাটে বজ্রপাতে একজনের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কাকুনাখাই (নয়াগ্রামে) বাবুল (৩৫) নামে বজ্রপাতে এককৃষক মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, কাকুনাখাই গ্রামের মৃত আবদুল হকের ছেলে কৃষক মো: বাবুল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ মে বৃহস্পতিবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী জমিনে কাজ করছিলেন তিনি। এই সময়ে বজ্রপাত হলে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মনজুর আহমদ। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধ
জৈন্তাপুরে ভারতীয় মদসহ ২জন গ্রেফতার সিলেটের জৈন্তাপুর উপজেলায় আলুবাগান এলাকা হতে ভারতীয় মদসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় গ্রেফতারকৃতদের নিকট হতে অফিসার চয়েজ সহ ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে র‌্যাব-৯। বৃহস্পতিবার (২০ মে) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে বুধবার (১৯ মে) বিকেলে গোপন তথ্যে র‌্যাব এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন আসামপাড়া (গুচ্ছগ্রাম) নুরুল ইসলামের ছেলে সেলিম ও একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শাহ আলম। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, গোপন তথ্যের ভিত্তিত্বে র‌্যাব অভিযান চালিয়ে ভারতীয় মদসহ ২জনকে গ্রেফতার করে।
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments