বাড়িএক্সক্লুসিভ নিউজগোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনা একই পরিবারের ১ জন নিহত ৬জন আহত

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনা একই পরিবারের ১ জন নিহত ৬জন আহত


রবিবার ১৬ মে সকাল সাড়ে ১১ টায় দিকে গোয়াইনঘাট উপজেলায় গোয়াইনঘাট হাদারপার সড়কে রুস্তুমপুর ইউনিয়নের খলামাধব নামক স্থানে সাবেক চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরীর বাড়ির সম্মুখে কার এবং সিএনজি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১জন নিহত এবং ৬জন আহত ৷ আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংঙ্কা জনক। নিহতের নাম ইমাম উদ্দীম (২৫)। আহতরা হল মকরম আলী (৫৫) তাহার স্ত্রী হামিদা (৪৫) ছেলে নিজাম উদ্দিন (২৪) মেয়ে ফাতেমা (১৪) ফাতেহা (৮)। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের হোড়ারপার গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তারা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এই দূর্ঘটনায় কবলিত হয়৷
এদিকে দূর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনায় কবলিত দুটি গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে ৷ আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments