
সিলেটের গোয়াইনঘাটে ৪ ইউপি নির্বাচনে নৌকার কান্ডারি হিসাবে মনোনয়ন পেয়েছেন তারা হলেন- গোয়াইনঘাট ইউপিতে সুভাষ চন্দ্র পাল, পশ্চিম জাফলং ইউপিতে মো. নজরুল ইসলাম, পূর্ব জাফলং ইউপিতে মো. রফিকুল ইসলাম এবং মধ্য জাফলং ইউপিতে মো. ফারুক হোসাইন ৷
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে গোয়াইনঘাটে আওয়ামীলীগের প্রার্থী নির্ধারণ হওয়ার পর পর নেতাকর্মীরা স্ব স্ব প্রার্থীর পক্ষে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষে জনসাধারণের দৌড় গোড়ায় জনসমর্থন আদায়ের লক্ষ্য কাজ শুরু করছেন ৷ অনেকেই বলছেন ইউপি নির্বাচনে দল যোগ্যদের হাতে নৌকা প্রতিক তুলে দিয়েছে ৷ আমরা নৌকার বিজয়ের লক্ষে মাঠে কাজ করব ৷