বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগ্রামবাসী সকলে মিলে পিটিয়ে মারলো বাঘ।

গ্রামবাসী সকলে মিলে পিটিয়ে মারলো বাঘ।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :

ধামরাইয়ের নান্নার ইউনিয়নের নবগ্রাম এলাকায় গ্রামবাসী সকলে মিলে পিটিয়ে মারলো মেছো বাঘ। গত ২৯ ডিসেম্বর রবিবার এই ঘটনা ঘটে। এই মেছো বাঘটি পুকুরের পাশে  জঙ্গলে উৎপেতে থাকতো। এ পর্যন্ত দুটি খাসিকে আক্রমণ করেছে। এই দিনও একই ঘটনা ঘটে গ্রামবাসী টেরপেয়ে লাঠি দিয়ে আক্রমণ করে বাঘের উপর। এক পর্যায়ে ছোট সাইজের এই মেছো বাঘ মারা যায়। মাটিতে পুঁতে ফেলার আগে facebook ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বন বিভাগের কর্মকর্তারা যথাস্থানে চলে আসে। পরবর্তীতে মাটি খুঁড়ে প্রাণীটিকে নিয়ে যাওয়া হয়।বন বিভাগের কর্মকর্তারা বন্য প্রাণী মেরে ফেলতে নিষেধ করেন। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments