স্বপন কুমার নাথ। স্টাফ রিপোর্টার।
# গাছ আমাদের ছায়া, বাতাস ও অক্সিজেন দেন।
# গাছ আমাদের সুস্হ্য থাকতে সহায়তা করেন।
# গাছ আমাদের ভবিষ্যৎ আর্থিক নিশ্চয়তা দেন।
# গাছ আমাদের উপকারী ও অকৃত্রিম বন্ধু।
# অতএব, আমরা সবাই গাছ লাগাবো - যত্ন নেবো।
নোবেল বিজয়ী ও সরকারের মালিকানাধীন দেশের সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি যোনের মাটিরাঙ্গা এরিয়ার মানিকছড়ি শাখায় আজ তাঁদের সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করেছেন। মাটিরাঙ্গা এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব অখিল চন্দ্র দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব অধ্যাপক ড.একেএম সাইফুল মজিদ ও মাননীয় ব্যবস্হাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ মহোদয় ঘোষণা দিয়েছেন এ বছর ব্যাংকের সন্মানিত সদস্য ও সহকর্মীদের মাধ্যমে ৩০ কোটি চারাগাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। তারই বাস্তবতায় আজ সারা দেশে একযোগে ব্যাংকের সকল শাখা অফিস ও অন্যান্য কার্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হচ্ছে। একইভাবে গ্রামীণ ব্যাংক রাঙ্গামাটি যোনের শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার জনাব উত্তম কুমার শীল মহোদয়ের পরামর্শে আমরা আজ আমাদের এরিয়ার সকল শাখায় এ কর্মসূচি পালন করছি। শাখার শাখা ব্যবস্হাক জনাব স্বপন কুমার নাথ বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। যাহার দ্বারা জীবনে কারো কোন প্রকার ক্ষতি হয় নি উপরন্তু গাছ আমাদের জীবন ধারণে সুষ্ঠু পরিবেশ প্রদান সহ ভবিষ্যতে আর্থিক সচ্ছলতার নিশ্চয়তা দিয়ে থাকে। তাই আমরা বর্তমান ও ভবিষ্যতে বেশি বেশি গাছ লাগাবো এবং গাছের সঠিক পরিচর্যা করবো, এ লক্ষ্য সামনে নিয়ে এবং আমাদের এই সুনামধন্য ব্যাংকের প্রধান কার্যালয় কতৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখায় আমাদের এই আয়োজন। তিনি আরও বলেন, আমাদের আজকের এ বিশেষ দিবসকে ফলপ্রসু ও সফল বাস্তবায়ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ছাবের হোসেন চৌধুরী মহোদয় আমাদের ব্যাংকের প্রধান কার্যালয় সদয় উপস্থিত থাকার কথা রয়েছে। এ জন্য গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখা ও রাঙ্গামাটি যোনের সন্মানিত সকল সদস্য ও সহকর্মীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় মন্ত্রী জনাব ছাবের হোসেন চৌধুরী মহোদয় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।