বাড়িবাংলাদেশেঢাকা বিভাগগ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবন।স্থবীর কুষি কাজ,শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র।

গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ট জনজীবন।স্থবীর কুষি কাজ,শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র।

মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি

নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে মানুষের জীবন-যাপন খুবই কষ্ট সাধ্য হয়ে উঠেছে।চলমান বুরো ধানের চাষাবাদ ও ধান কাটার কাজ তীব্র গরমের কারণে কৃষক রা ঠিক মত করতে পারছে না।গ্রীষ্মের এই তীব্র গরম কে উপেক্ষা করে কাজ করতে গিয়ে হয়ে পড়ছে অসুস্থ।

ইদ পরবর্তী ছুটি শেষ করে স্কুল-কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলার থাকলেও চলমান গরমের কারনে ছুটি বাড়িয়ে ২৭ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এতে করে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

অন্যদিকে বিভিন্ন অফিস-আদালত ও কলে-কারখানার কর্মরত মানুষের কর্মক্ষেত্রে যাওয়া-আসা এবং কাজ করা এই গরমের কারণে বিঘ্নিত হচ্ছে।

নরসিংদী জেলাটি একটি শিল্প এবং শিক্ষা নগরী হিসেবে সারা বাংলাদেশে পরিচিত এবং কৃষি খাতেও নরসিংদী জেলার অনেক অবদান।কিন্তুু গ্রীষ্মের এই তীব্র দাবদাহের কারণে সব কিছুই স্থবির অবস্থায় চলছে।

গ্রীষ্মের এই তীব্র দাবদাহ থেকে সকলে মহান সৃষ্টি-কর্তার কাছে মুক্তি চান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments