প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৭:৩৮ পি.এম
ঘাটাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ ) সকালে ১১ টার সময় ঘাটাইল উপজেলা উপজেলা পরিষদ চত্বরে ্যরালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা জনাব এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম, ঘাটাইল এস ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান মিয়া, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেক ভিপি মোঃ খলিলুর রহমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ সম্পর্কে পূর্ব প্রস্তুতি থাকলে অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। দুর্যোগের পূর্বাভাস পেলে আমরা সতর্ক থাকবো যাতে করে আমাদের জান মালের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত